কুরআন - 2:3 সূরা আল-বাকারা অনুবাদ, লিপ্যন্তরণ এবং তাফসীর (তাফসীর).

ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ

অনুবাদ -

যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে [13], এবং সালাত কায়েম করে [14], এবং যা কিছু আমরা তাদেরকে দিয়েছি, তা থেকে আমাদের পথে ব্যয় করে [15]

সূরা আল-বাকারা আয়াত 3 তাফসীর


📖 সূরা আল-বাকারা - আয়াত ৩ এর ব্যাখ্যা

যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে [13], এবং সালাত কায়েম করে [14], এবং যা কিছু আমরা তাদেরকে দিয়েছি, তা থেকে আমাদের পথে ব্যয় করে [15]

✅ [13] যারা না দেখে বিশ্বাস করে

এই আয়াতে তাদের প্রশংসা করা হয়েছে যারা ঈমান বিল গায়ব রাখে—অর্থাৎ অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। এরা সেইসব মানুষ, যারা আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, কিয়ামতের দিন, জান্নাত, জাহান্নাম এবং মানব চক্ষুর অগোচরে থাকা সকল বিষয়ের উপর বিশ্বাস রাখে, কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আগত ওহির মাধ্যমে
যদিও তারা এসব বিষয় নিজ চোখে দেখেনি, তবুও তারা কুরআনরাসূল ﷺ-এর সত্যতায় পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করে
এটি তাদের ঈমানের গভীরতা নির্দেশ করে, কারণ এটি দৃষ্টিগোচর প্রমাণে নয়, বরং আত্মিক দৃঢ়তায় প্রতিষ্ঠিত।

✅ [14] এবং সালাত কায়েম করে

সালাত কায়েম করা মানে শুধু মাঝে মাঝে নামাজ পড়া নয়। বরং এটি বোঝায়:

  • নিয়মিত সময়মতো,
  • আনুগত্য ও বিনয় সহকারে,
  • প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা

এটি আল্লাহর সাথে তাদের সংযোগ ও আনুগত্য প্রকাশ করে। সালাত তাদের জীবনে একটি নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ ইবাদত হিসেবে গড়ে ওঠে—যা তাদের আত্মাকে পবিত্র করে এবং তাকওয়া শক্তিশালী করে

✅ [15] এবং যা কিছু আমরা তাদেরকে দিয়েছি, তা থেকে আমাদের পথে ব্যয় করে

এখানে বোঝানো হয়েছে তাদের কথা, যারা আল্লাহর পথে দান করে এবং জানে যে তাদের রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে
তারা যা কিছু পেয়েছে, তা সংরক্ষণ করে জমা করে রাখে না; বরং তারা তা ব্যয় করে—

  • অন্যের উপকারে,
  • সৎ কাজের পেছনে,
  • এবং যাকাত ও সাদকা ইত্যাদি ফরজ ও নফল দায়িত্ব আদায়ে।

এই ব্যয় বাধ্যতামূলক নয়, বরং সন্তুষ্টি ও কৃতজ্ঞতার সাথে করা হয়। তারা বিশ্বাস করে—আল্লাহ যা দিয়েছেন, তা একটি আমানত, যা সৎ পথে ব্যয় করার জন্যই

Sign up for Newsletter

×

📱 Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now