তারাই নিজেদের রবের পক্ষ থেকে সঠিক পথপ্রাপ্ত এবং তারাই সফলকাম হবে [18]
তারাই নিজেদের রবের পক্ষ থেকে সঠিক পথপ্রাপ্ত এবং তারাই সফলকাম হবে [18]
এই আয়াত থেকে বোঝা যায় যে—
স্থায়ী হিদায়াত শুধুমাত্র আল্লাহর কৃপায়ই প্রাপ্ত হয়, এটা মানুষের নিজ প্রচেষ্টার ফল নয়।
যদি কেউ আল্লাহর পক্ষ থেকে হিদায়াতপ্রাপ্ত হয়, তাহলেই সে তাতে অটল থাকতে পারবে।
অনেক সময় অস্থায়ীভাবে সৎপথে আসা গেলেও, আল্লাহর কৃপা না থাকলে মানুষ আবার বিভ্রান্তিতে ফিরে যেতে পারে।
এই আয়াত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করে—
দুনিয়াবি সম্পদ বা সামাজিক মর্যাদা আসল সফলতা নয়।
বরং আসল সফলতা হলো:
আল্লাহ কুরআনে বলেন:
“নিশ্চয়ই সে-ই সফলকাম, যে নিজেকে পবিত্র করলো।”
(সূরা আল-আ'লা, আয়াত ১৪)
এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে:
আত্মিক পবিত্রতা ও আল্লাহর নিকট থেকে পাওয়া সঠিক দিকনির্দেশনা ছাড়া কেউই প্রকৃত সফলতা অর্জন করতে পারে না।
For a faster and smoother experience,
install our mobile app now.
সূরা আল-বাকারা আয়াত 5 তাফসীর