যারা কাফির [19], তাদেরকে আপনি সতর্ক করুন বা না করুন — উভয়ই তাদের জন্য সমান [20], তারা কখনোই ঈমান আনবে না [21]।
যারা কাফির [19], তাদেরকে আপনি সতর্ক করুন বা না করুন — উভয়ই তাদের জন্য সমান [20], তারা কখনোই ঈমান আনবে না [21]।
এই আয়াতে “কাফির” শব্দটি দ্বারা বোঝানো হয়েছে সেই সব লোকদের:
উদাহরণস্বরূপ:
কয়লা ধুলে যেমন সাদা হয় না, তেমনি এই শ্রেণির মানুষদের অন্তরও আত্মিকভাবে পবিত্র করা যায় না।
যারা ভেতর থেকে নাপাক, তাদেরকে বাইরের ওয়াজ-নসিহত দিয়ে শুদ্ধ করা যায় না।
“উভয়ই সমান” কথাটির অর্থ:
তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান বা না দেখান, তাতে তাদের কোনো পরিবর্তন হবে না।
তবে এ কথা শুধু তাদের দিক থেকে সমান —
আপনার দায়িত্বের দিক থেকে নয়।
অর্থাৎ:
আপনার প্রচেষ্টায় তারা উপকৃত না হলেও,
আপনি আল্লাহর দরবারে সওয়াব পাবেন।
কেননা, সত্য পৌঁছে দেওয়া আপনার কাজ —
কেউ গ্রহণ করবে কি না, তা আপনার দায়িত্ব নয়।
এই আয়াতে ইঙ্গিত রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের প্রতি —
যারা জিদ ও ঘৃণার সাথে ইচ্ছাকৃতভাবে ঈমান থেকে মুখ ফিরিয়েছে।
যেমন:
তাদের হৃদয়ে আল্লাহ সিল মেরে দিয়েছেন, ফলে
ঈমান তাদের অন্তরে ঢুকবে না।
এখানে প্রকারান্তরে বোঝানো হয়েছে:
রাসূল ﷺ-কে আল্লাহ জেনে বুঝেই জানিয়ে দিচ্ছেন — কারা ঈমান আনবে আর কারা আনবে না।
যদিও এই আয়াতের প্রেক্ষাপট নির্দিষ্ট কয়েকজন কাফির,
কিন্তু আয়াতের ভাষা সাধারণ —
সুতরাং, সাধারণ নিয়মই এ থেকে প্রমাণ হয়:
হিদায়াত ও ঈমান — কেবল তাদেরই জন্য, যাদের অন্তর আল্লাহ গ্রহণযোগ্য করে রেখেছেন।
For a faster and smoother experience,
install our mobile app now.
সূরা আল-বাকারা আয়াত 6 তাফসীর