তারা আল্লাহকে [25] এবং মুমিনদের ধোঁকা দিতে চায়, অথচ তারা কাউকে ধোঁকা দেয় না—নিজেদের ছাড়া, এবং তারা তা বুঝতে পারে না।
তারা আল্লাহকে [25] এবং মুমিনদের ধোঁকা দিতে চায়, অথচ তারা কাউকে ধোঁকা দেয় না—নিজেদের ছাড়া, এবং তারা তা বুঝতে পারে না।
তাদের এই ধোঁকা দেওয়ার চেষ্টাটি মূলত রাসূলুল্লাহ ﷺ-কে প্রতারিত করার চেষ্টা—যিনি পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্বকারী।
এই প্রতারণা প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিই প্রতারণা, কারণ নবী ﷺ-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানেই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া।
কিন্তু বাস্তবে তারা কাউকে ধোঁকা দিতে সক্ষম হয় না, কারণ এই প্রতারণার আসল শিকার তারাই, যদিও তারা তা টেরও পায় না।
(তাফসীর: খাযাইনুল ইরফান)
For a faster and smoother experience,
install our mobile app now.
সূরা আল-বাকারা আয়াত 9 তাফসীর